ঢাকা শিক্ষা বোর্ডে হামলার ঘটনায় সচিবালয় থেকে আটক ২৬ শিক্ষার্থীকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। রোববার (৩ নভেম্বর) তাদের চকবাজার থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে, ২৩ অক্টোবর, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনরায় প্রকাশসহ এ সংক্রান্ত ত্রুটি সংশোধনের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়েন শতাধিক শিক্ষার্থী। পরে তারা ৬ নম্বর ভবনের সামনে বিক্ষোভ ও বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে
তারা শিক্ষা বোর্ডের ভেতরে ঢুকে হামলা চালান এবং বোর্ড চেয়ারম্যানের কক্ষে ভাঙচুর করেন।পরে আইনশৃঙ্খলা বাহিনী সচিবালয়ের বিভিন্ন জায়গা থেকে মোট ৫৩ জন শিক্ষার্থীকে আটক করে। এর মধ্যে ১৫ নারী শিক্ষার্থীসহ ২৮ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। ওই ঘটনায় ইতোমধ্যে ২৬ শিক্ষার্থীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০ জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয় ১৫ অক্টোবর। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭.৭৮ শতাংশ। আর সারাদেশে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন।
১৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫