অন্তর্বর্তীকালীন সরকারের নৌ পরিবহন ও শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, বাজারে ভোজ্যতেলের কিছুটা সংকট থাকলেও শাক-সবজির দাম স্থিতিশীল রয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, কোনো আমদানিকারক যদি বন্দর থেকে নির্ধারিত সময়ের মধ্যে পণ্য না নেয়, তাহলে তাকে তিনগুণ জরিমানা দিতে হবে।
মঙ্গলবার (৪ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক চেক হস্তান্তর
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, বাজারে ভোজ্যতেলের কিছুটা সংকট থাকলেও শাক-সবজির দাম বাড়েনি। দেশে পর্যাপ্ত পরিমাণে নিত্যপণ্য আমদানি করা হয়েছে এবং সরবরাহ ব্যবস্থায় কোনো ঘাটতি নেই।তিনি আরও বলেন, কোনো আমদানিকারক যদি বন্দর থেকে নির্ধারিত সময়ের মধ্যে পণ্য না নেয়, তাহলে তাকে তিনগুণ জরিমানা দিতে হবে। এই নিয়ম বাস্তবায়নের মাধ্যমে বাজারে পণ্যের সরবরাহ ব্যবস্থা আরও সুদৃঢ় করা হবে।
এদিন সকালে সচিবালয়ে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন ও আমদানিকারক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপের পক্ষ থেকে গত ডিসেম্বরে চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে ডুবে যাওয়া এম ভি আল-বাখেরা সারবাহী নৌযান দুর্ঘটনায় নিহত ৬ শ্রমিকের পরিবারকে মোট ৫ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে ২ লাখ টাকা এবং নোয়াপাড়া গ্রুপের পক্ষ থেকে ৩ লাখ টাকার চেক তুলে দেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
১৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫