Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

‘ডিসেম্বর টাইম লাইন যাতে মিস না করি সেভাবেই প্রস্তুতি’

ডেস্ক রিপোর্ট:
১০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ডিসেম্বরকে মাথায় রেখে আমরা এগোচ্ছি। আমাদের টাইম লাইন ডিসেম্বর এটা মাথায় রেখে কাজ করছি। ডিসেম্বরে ভোট হলে অক্টোবরে সিডিউল ঘোষণা করতে হবে। টাইম লাইন যাতে মিস না করি সেভাবে প্রস্তুতি নিয়ে যাচ্ছি।


সোমবার (১০ মার্চ) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক

শেষে সিইসি এসব কথা জানান। তিনি বলেন, ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয়নি। তবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, "আমরা আমাদের প্রস্তুতির বিষয়ে তাদের জানিয়েছি এবং তাদের কাছ থেকে সহায়তা চেয়েছি। বিশেষ করে প্রার্থীদের এজেন্ট ও পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা চাওয়া হয়েছে। তারা আমাদের সহায়তা করতে আগ্রহী এবং কী ধরনের সহযোগিতা প্রয়োজন, তা জানতে চেয়েছেন।"


নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে সিইসি বলেন, "প্রধান উপদেষ্টা যেদিন ঘোষণা দিয়েছেন, সেদিন থেকেই আমরা জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ করছি। জাতীয় নির্বাচনের ঘোষণা প্রধান উপদেষ্টাই দেবেন।" তিনি আরও যোগ করেন, ব্রিটিশ হাইকমিশনার জানতে চেয়েছিলেন বাংলাদেশের সংসদ নির্বাচনের প্রস্তুতি কোন পর্যায়ে আছে এবং কী ধরনের প্রস্তুতি চলছে। তিনি বলেন, "যুক্তরাজ্য বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহায়তা করতে আগ্রহী। বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে তারা জানতে চেয়েছিলেন, আমরা সবকিছুই জানিয়েছি। ভোটার নিবন্ধন ও রাজনৈতিক দলগুলোর নিবন্ধন সম্পর্কেও আমরা তাদের অবহিত করেছি। বিদেশি পর্যবেক্ষক নিয়োগের কাজ সময়মতো সম্পন্ন করা হবে।"

১০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন