Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

নগরী রাজগঞ্জ বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যাচাইয়ে জেলা প্রশাসকের নেতৃত্বে সেনাবাহিনীর তদারকি অভিযান

স্টাফ রিপোর্টার:
১৭ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো





কুমিল্লা  নগরীর রাজগঞ্জ কাঁচা বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য যাচাইয়ে আজ  সোমবার (০৩ মার্চ ) কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সারের নেতৃত্বে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। 


অভিযানে সেনাবাহিনী, পুলিশ, ডিবি, আনসার ও সিভিল গোয়েন্দা সংস্থার সদস্যরা অংশ নেন।


অভিযানে বাজারের পণ্যমূল্য যাচাই করা হয় এবং কোথাও অতিরিক্ত মূল্য আদায় হচ্ছে কিনা

তা পর্যবেক্ষণ করা হয়। কিছু পণ্যের মূল্য অধিক থাকায় তা সংশোধন করে সঠিক মূল্য নির্ধারণ করা হয়। এ সময় দোকান মালিকদের সতর্ক করা হয় এবং সঠিক দামে বিক্রির নির্দেশনা প্রদান করা হয়। কয়েকটি দোকানের মালিকানা সংক্রান্ত কাগজপত্র যাচাই করতে আগামীকাল এসিল্যান্ড অফিসে রিপোর্ট করতে বলা হয়েছে।


জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর বার্তা দেওয়া হয়েছে—যদি ভবিষ্যতে মূল্য বৃদ্ধির অনিয়ম ধরা পড়ে, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযানে সেনাবাহিনী বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ক্রেতাদের স্বার্থ রক্ষায় প্রশাসনকে সর্বাত্মক সহায়তা প্রদান করে।


এ ধরনের কার্যক্রমে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ক্রেতাদের মধ্যে স্বস্তি আনলেও, বাজার সিন্ডিকেটের ভূমিকা নিয়ে এখনো প্রশ্ন থেকে যায়। নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ভবিষ্যতেও আরও কঠোর মনিটরিং প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

১৭ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন