Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

নাশকতা নাকি দুর্ঘটনা, সেটি তদন্তের পর বলা যাবে: ফায়ার সার্ভিসের ডিজি

ডেস্ক রিপোর্ট:
২৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




সচিবালয়ে অগ্নিকাণ্ডের উৎস অনুসন্ধানে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্ত কমিটির সদস্যরা।


পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, নাশকতা নাকি দুর্ঘটনা, সেটি তদন্তের পর বলা যাবে। এখনই কিছু বলা সম্ভব

নয়। তদন্ত চলমান রয়েছে।


তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডটি নাশকতা নাকি দুর্ঘটনা—এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করা সম্ভব হয়নি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিষয়গুলো পর্যবেক্ষণ করছি। তদন্ত সাপেক্ষে বাকি বিষয়গুলো জানানো হবে।


এদিকে, সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে পূর্বের সাত সদস্যের তদন্ত কমিটি বাতিল করে নতুন একটি কমিটি গঠন করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে কমিটির আহ্বায়ক করা হয়েছে, এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে সদস্যসচিব করা হয়েছে।


নতুন কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন—পুলিশ মহাপরিদর্শক শেখ বাহারুল আলম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হামিদুর রহমান খান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. তানভীর মনজুর, সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রাসেল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইয়াছির আরাফাত খান এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ইয়াসির আরাফাত।


প্রসঙ্গত, বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত মধ্যরাত ১টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার সংবাদ পায়। কয়েক মিনিটের মধ্যে আগুনের তীব্রতা বেড়ে যায় এবং ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় ৬ ঘণ্টা পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।


এদিকে, আগুন নেভানোর সময় ট্রাকচাপায় আহত হওয়া ফায়ার সার্ভিসের কর্মী মো. সোহানুজ্জামান নয়ন মারা যান। তিনি তেজগাঁও ফায়ার টিমের স্পেশাল ব্রাঞ্চের সদস্য ছিলেন। তার বাড়ি রংপুরের মিঠাপুকুরে।

২৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন