Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিনোদন

মারা গেছেন তরুণ অভিনেতা শাহবাজ

ডেস্ক রিপোর্ট:
১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




ছোট পর্দার তরুণ অভিনেতা শাহবাজ সানি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার রাত ৩টা ৩০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


শাহবাজ সানির মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা ইমরাউল রাফাত।


শাহবাজ সানির মৃত্যুতে শোবিজ জগতে নেমে এসেছে শোকের ছায়া।

নির্মাতা ইমরাউল রাফাতের ‘কাছে আসার পর’ টেলিফিল্মের মাধ্যমে শোবিজ জগতে পা রাখেন শাহবাজ সানি।


অল্প সময়ের মধ্যেই তার অভিনয় দক্ষতা তাকে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেয়। পাশাপাশি, তিনি নির্মাতাদের আস্থাও অর্জন করতে সক্ষম হন। শুরুতে পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও পরবর্তীতে তিনি কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেন। ২০১৮ সালে গোলাম কিবরিয়া ফারুকী পরিচালিত ‘আব্দুল্লাহ’ নাটকে তাকে প্রথমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে দেখা যায়।


এই নাটকটি প্রচারের পর দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করেন শাহবাজ সানি। এই নাটকের মাধ্যমেই তিনি দর্শকদের মধ্যে আরও বেশি পরিচিতি লাভ করেন। এছাড়াও, তার অভিনীত অন্যান্য জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ‘চরের মাস্টার’, ‘বিফলে মূল্য ফেরত’, ‘ট্রাভেল শো’, ‘মহব্বত’ ইত্যাদি।


শাহবাজ সানির আকস্মিক মৃত্যু শোবিজ অঙ্গনকে কাঁদিয়েছে। তার পরিবার, বন্ধু এবং অসংখ্য ভক্তের প্রতি জানাই গভীর সমবেদনা।

১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন