Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

হামজার দারুণ পারফর্ম্যান্সেও শেফিল্ড রক্ষা পেল না

ডেস্ক রিপোর্ট:
৮ দিন আগে বৃহস্পতিবার, মে ১, ২০২৫
# ফাইল ফটো




শেফিল্ড ইউনাইটেডের প্রিমিয়ার লিগে সরাসরি উত্তরণের আশার প্রদীপটি টিমটিম করে জ্বলছিল, কিন্তু গত রাতের পরাজয়ে তা সম্পূর্ণ নিভে গেল। হামজা চৌধুরীর অসাধারণ পারফরম্যান্স সত্ত্বেও বার্নলির কাছে ২-১ গোলে হারার ফলে তারা শীর্ষ দুইয়ে থাকার সম্ভাবনা হারাল। এর ফলে এখন চ্যাম্পিয়নশিপ প্লে-অফের মাধ্যমে ইংলিশ ফুটবলের শীর্ষ লিগে উঠতে হবে তাদের।


দিনের শুরুতেই লিডস ইউনাইটেড

স্টোক সিটিকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে শেফিল্ডের উপর চাপ বাড়িয়েছিল। শীর্ষ দুইতে টিকতে হলে শেফিল্ডের জয় অপরিহার্য ছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা তা করতে ব্যর্থ হলো।


হামজা চৌধুরী এই ম্যাচেও নিজের দক্ষতার ছাপ রাখলেন। মিডফিল্ডে তিনি ৮৯% নির্ভুল পাস সাফল্য অর্জন করেছিলেন, ৪৭টি পাসের মধ্যে বেশিরভাগই সঠিকভাবে সম্পন্ন করেছিলেন। এছাড়াও তিনি ৩টি ট্যাকলের মধ্যে ২টিতে সফল হয়েছিলেন, ৫ বার বল ক্লিয়ার করেছেন, ৪টি হেড করেছেন এবং ৭ বার বল রিকভারি করেছেন। কিন্তু তার এই শ্রমও দলকে হার থেকে বাঁচাতে পারেনি।


বার্নলির পক্ষে জশ ব্রাউনহিল দুটি গোল করে দলের জয় নিশ্চিত করেন। প্রথম গোলটি আসে রিবাউন্ড থেকে, এরপর শেফিল্ডের টম ক্যানন গোলটি সমতায় ফেরান। কিন্তু পরে ব্রাউনহিল পেনাল্টি থেকে আরেকটি গোল করে ম্যাচের গতিই বদলে দেন।


এই পরাজয়ের ফলে শেফিল্ড ইউনাইটেডকে এখন প্লে-অফের পথে নামতে হবে। তাদের এখনো দুটি লিগ ম্যাচ বাকি রয়েছে—স্টোক সিটির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ এবং ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে হোম গেম। তবে ৮৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা শেফিল্ডের শীর্ষ ছয় থেকে বাদ পড়ার কোনো সম্ভাবনা নেই, তাই শেষ দুটি ম্যাচ শুধু ফর্মালিটি হিসেবেই রয়ে গেছে।


প্লে-অফ সেমিফাইনালে শেফিল্ডের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ৬ষ্ঠ স্থানাধিকারী কভেন্ট্রি সিটি। অন্যদিকে, ৪র্থ স্থানের সান্ডারল্যান্ড ৫ম স্থানীয় ব্রিস্টল সিটির মুখোমুখি হতে পারে। হোম ও অ্যাওয়ে ম্যাচের ভিত্তিতে সামগ্রিক স্কোর ভালো থাকা দল ফাইনালে উঠবে। ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে জয়ী দলই পাবে প্রিমিয়ার লিগে খেলার সুযোগ।

৮ দিন আগে বৃহস্পতিবার, মে ১, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন