Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

জাভিকে মেসি কি সিদ্ধান্ত জানালেন ?

স্পোর্টস ডেস্ক:
২২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো



লিওনেল মেসির ভবিষ্যত গন্তব্য কোথায়? সম্ভবত বর্তমান ফুটবল বিশ্বের সবচেয়ে ধোঁয়াশাপূর্ণ প্রশ্ন এটি। এই প্রশ্নের নিশ্চিত কোনো উত্তর নেই। সম্ভাবনাগুলোও প্রতিনিয়ত পাল্টাচ্ছে দিক। সম্ভাব্য নতুন ঠিকানা হিসেবে কখনো বার্সেলোনার নাম চাউর হচ্ছে গণমাধ্যমে। কখনো আল হিলাল এফসির সঙ্গে নাম জড়িয়ে খবরের শিরোনাম হচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার। এমএলএস ক্লাব ইন্টার মিয়ামিও রয়েছে সম্ভাবনার

তালিকায়। দোলাচলের এই পরিস্থিতির শেষ হতে পারে এই সপ্তাহেই।

সম্প্রতি খবর ছড়িয়েছে, লিওনেল মেসির বার্সেলোনায় ফেরার সম্ভাবনা শেষ। স্প্যানিশ সাংবাদিক মার্সেলো বেচলারের দাবি, আর্থিক অবস্থার কারণেই মেসিকে ভেড়াতে প্রস্তুত নয় বার্সেলোনা। এরইমধ্যে স্প্যানিশ গণমাধ্যম মুন্দো দেপোর্তিভোকে দেয়া সাক্ষাৎকারে বার্সা কোচ জাভি হার্নান্দেজ মেসিকে দলে টানার প্রত্যয় ব্যক্ত করেন। স্প্যানিশ কিংবদন্তি জানান, দলবদল নিয়ে মেসির সঙ্গে যোগাযোগ হচ্ছে তার।

এই সপ্তাহেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আর্জেন্টাইন তারকা। জাভি বলেন,  ‘বহুবার বলেছি আমি, তার জন্য আমাদের দুয়ার সবসময়ই খোলা। আমি এই দলের কোচ। আমি জানি, সে আসলে আমাদের কতোটা লাভ হবে।’

জাভি বলেন, ‘সে আমাকে বলেছে, আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেবে। আর এই মুহূর্তটা সে একা থাকতে চায়। আমরা প্রতিনিয়ত মেসিকে নিয়ে অনেক আলোচনা করি। আমার মনে হয়, এতে নতুন কোনো খবর পাওয়া যাচ্ছে না। আগামী সপ্তাহেই নিজের ভবিষ্যত ঠিকানা নির্ধারণ করবে লিও। আমাদের দুয়ার তার জন্য সবসময়ই খোলা। এই বিতর্কটি এখানেই শেষ।’

আগামী ৩০শে জুন পিএসজির সঙ্গে ২ বছরের চুক্তির মেয়াদ শেষ হবে মেসির। জাভির বলেন, ‘আমাদের উচিত তাকে একা থাকতে দেয়া। সেখানে (লিগ ওয়ান) সে সিজন শেষ করেছে। পিএসজির জন্য তার পর্যাপ্ত সম্মান রয়েছে। সর্বোত্তম উপায়েই সেটা শেষ করবে ও। চুক্তির মেয়াদ শেষ হলে নতুন গন্তব্যের কথা গোটা পৃথিবীকে জানিয়ে দেবে সে। জানিয়ে দেবে, কোথায় সে ক্যারিয়ারের ইতি টানতে চায়।’

জাভি বলেন, ‘সর্বোচ্চ স্তরের ফুটবলে এখনও তার দেয়ার অনেক কিছু আছে। সে যদি বার্সেলোনায় আসে... এটি কাতালানদের প্রত্যাশা। বিশেষ করে আমি নিজেও চাই। তার জন্য আমাদের দরজা খোলা। তার সামর্থ্য নিয়ে আমার কোনো সন্দেহ নেই।’

২২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন