সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনালদো একের পর এক গোল করে চলেছেন, এবং তার দল আল নাসরও জয় লাভের ধারাবাহিকতা বজায় রেখেছে। সম্প্রতি, আল ওরোউবাকে ৩-০ ব্যবধানে পরাজিত করেছে তারা। এই ম্যাচে রোনালদো একটি গোল করেন, আর সাদিও মানে দুটি গোল করে দলের জয়ে অবদান রাখেন।
শনিবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত এই ম্যাচে আল নাসর প্রথম গোলটি করে ১৭ মিনিটে। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো।
এই গোলের মাধ্যমে চলতি মৌসুমে তার মোট গোল হলো ৮টি, ফলে তার ক্যারিয়ারে গোল সংখ্যা পৌঁছাল ৯০৫-এ।ম্যাচের ২৯ মিনিটে রোনালদোর সহায়তায় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন সাদিও মানে। এরপর ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় আল নাসর। বিরতির পর ৭১ মিনিটে আবারও গোল করেন মানে। শেষ পর্যন্ত আল নাসর ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। এই ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে রোনালদোর দল তৃতীয় স্থানে রয়েছে, আর ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আল হিলাল।
১৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫