Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

প্রবাসের খবর

মালয়েশিয়ায় মানবপাচারের শিকার ছয় বাংলাদেশিকে উদ্ধার

ডেস্ক রিপোর্ট:
১৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




মালয়েশিয়ায় মানবপাচারের শিকার ছয় বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সোমবার সেলাঙ্গর রাজ্যের ক্লাং সেন্ট্রালে একটি অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করা হয়।


গোয়েন্দা ও স্পেশাল অপারেশন ডিভিশনের এই অভিযানে পুত্রজায়া ইমিগ্রেশন সদর দপ্তর মানবপাচার সিন্ডিকেটের সঙ্গে জড়িত ৩০ বছর বয়সী একজন বাংলাদেশিকেও গ্রেফতার করেছে।


জেআইএম এক বিবৃতিতে জানিয়েছে,

সিন্ডিকেটটি ভিকটিমদের পর্যটক হিসেবে নিয়ে আসে এবং তাদের জন্য সকল পাসপোর্ট, ভিসা এবং ফ্লাইট টিকিটের ব্যবস্থা করে। এরপর মানবপাচারের শিকারদের একটি ‘ট্রানজিট হাউসে’ নিয়ে যাওয়া হয়।


সিন্ডিকেটের অভিযোগে, তারা প্রতিটি ব্যক্তির জন্য ১৫ হাজার রিঙ্গিত ফি নিত এবং ভিকটিমদের ট্রানজিট হাউস ছাড়ার অনুমতি দেওয়ার জন্য অতিরিক্ত ৫ হাজার রিঙ্গিত আদায় করত।


অভিযান চলাকালে, প্রাঙ্গণের তত্ত্বাবধায়ক একটি কক্ষের জানালা দিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। অভিযানের সময় ৭টি বাংলাদেশি পাসপোর্ট ও ৭টি স্মার্টফোন জব্দ করা হয়।


উদ্ধারকৃত ছয় বাংলাদেশি, যাদের বয়স ১৮ থেকে ৪১ বছরের মধ্যে, তাদের পরবর্তী পদক্ষেপের জন্য মালাক্কার তানজুং ক্লিংয়ের একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে বলে ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে।

১৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন