রিয়াল মাদ্রিদ দলের জন্য বড় ধাক্কা। লিভারপুলের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের আগেই দলের অন্যতম নির্ভরযোগ্য ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রকে হারিয়েছে তারা। ব্রাজিলিয়ান এই উইঙ্গারের বাঁ ঊরুর পেশিতে চোট ধরা পড়েছে, যা তাকে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে রাখতে পারে। রিয়াল মাদ্রিদ বিষয়টি একটি বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে।
বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, "আমাদের মেডিকেল
টিমের পরীক্ষায় ভিনিসিয়ুসের বাঁ পায়ের হ্যামস্ট্রিং চোট শনাক্ত হয়েছে। তবে তিনি কবে মাঠে ফিরতে পারবেন, তা এখনো নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।"স্প্যানিশ সংবাদমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, প্রায় এক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে ভিনিসিয়ুসকে। যদি এই শঙ্কা সত্যি হয়, তবে চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের পাশাপাশি আটালান্টার বিপক্ষে ১০ ডিসেম্বরের ম্যাচেও খেলতে পারবেন না তিনি।
এর আগে, লা লিগায় লেগানেসের বিপক্ষে ম্যাচে পুরো সময় মাঠে ছিলেন ভিনিসিয়ুস এবং এক গোলে সহায়তা করেছিলেন। তবে চোটের কারণে এক মাস মাঠের বাইরে থাকলে তিনি লা লিগার অন্তত তিন থেকে চারটি ম্যাচ মিস করতে পারেন।
১ ডিসেম্বর হেতাফে, ৫ ডিসেম্বর আথলেতিক বিলবাও, ৮ ডিসেম্বর জিরোনা এবং ১৫ ডিসেম্বর রায়ো ভায়োকানোর বিপক্ষে ম্যাচে রিয়াল মাদ্রিদ ভিনিসিয়ুসকে ছাড়াই খেলতে হবে।
চলতি মৌসুমে দারুণ ফর্মে থাকা ভিনিসিয়ুস চ্যাম্পিয়নস লিগে চার ম্যাচে চার গোল করেছেন। লা লিগায় ১৩ ম্যাচে করেছেন ৮ গোল। তার অনুপস্থিতি দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
২৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫