Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

কুমিল্লায় ইটভাটার বিরুদ্ধে অভিযান ও জরিমানা আদায়

শাহ ইমরান:
৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

কুমিল্লা লালমাই উপজেলায় ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তিনটি ইটভাটা থেকে ৫ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।


রোববার (১১ ফেব্রুয়ারী) কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয় ও লালমাই উপজেলা প্রশাসন এর উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।


ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ)  আইন, ২০১৩ (সংশোধিত, ২০১৯) অনুসারে নিন্মোক্ত ইটভাটার বিরুদ্ধে জরিমানা

ধার্য ও আদায় করা হয়। 


এ সময় লালমাই বাঘমারায় মেসার্স আবুল কাশেম ব্রিকস (এ কে ব্রিকস) কে ২ লক্ষ ২০ হাজার টাকা, বাঘমারা দত্তপুরের মেসার্স মাহবুব আলম ব্রিকসকে ১ লক্ষ ৫০ হাজার টাকা,  আলিশ্বরের মেসার্স মেসার্স এমরান ব্রিকসকে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।


অভিযানটি পরিচালনা করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক জোবায়ের হোসেন।


এ সময় সার্বিক সহযোগিতা প্রদান করেন লালমাই থানা পুলিশ।

৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন