Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

কুমিল্লায় জোড়া খুনে ৬ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার:
৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো



কুমিল্লার সদর দক্ষিণে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গিয়াস উদ্দিন ও জামাল হোসেন নামের দুজনকে কুপিয়ে হত্যা মামলায় ৬ জনের ফাঁসি এবং ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 


সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।


দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী গ্রামের মো. আতর আলীর ছেলে তোফায়েল আহমেদ তোতা (৩৮),

মৃত মমতাজ উদ্দিনের ছেলে কামাল হোসেন (৪৮), আব্দুর রহিমের ছেলে আলমগীর হোসেন (৩৮), মো. ফরিদ উদ্দিনের ছেলে মো. মামুন (২৮), মৃত আনোয়ার আলীর ছেলে মো. বাবুল (৩৫) ও মৃত আনোয়ার আলীর হারুনুর রশিদ (৪৫)।


যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- একই গ্রামের মৃত জুনাব আলীর ছেলে হায়দার আলী (৬৫), আব্দুর রহিমের ছেলে আ. মান্নান (৩২), মৃত মমতাজ উদ্দিনের ছেলে জামাল হোসেন (৪৫), মৃত আ. খালেকের ছেলে আবুল বাশার (২৮), মৃত আ. রশিদের ছেলে জাকির হোসেন, মৃত আ. খালেকের ছেলে আ. কাদের (৩২) ও মৃত ইউসুফ মিয়ার ছেলে আব্দুল কুদ্দুস (৪৫)।

 

তথ্যটি নিশ্চিত করেছেন পিপি মো. জহিরুল ইসলাম সেলিম।


মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০১৬ সালের ১২ আগস্ট ধনাইতরী জামতলা খোরশেদ আলমের মালিকানাধীন দোকানে প্রবেশ করে আসামিরা জামাল হোসেন এবং গিয়াস উদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা তাদের কুমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় নিহত মো. গিয়াস উদ্দিনের ছেলে মেহেদী হাসান বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে সদর দক্ষিণ মডেল থানায় হত্যা মামলা করেন।

৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন