Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

মালেশিয়ার বন্দরের কন্টেইনারে কুমিল্লার প্রতিবন্ধি কিশোর রাতুল !

ইসতিয়াক আহমেদ:
২৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

গত মঙ্গলবার ১৬ই জানুয়ারি মালেশিয়ার কেলাং বন্দরে জাহাজের একটি খালি কন্টেইনারে  শারিরীক প্রতিবন্ধী এক কিশোরকে পাওয়া যায়। পরে বিষয়টি নিয়ে  জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে বেশকয়েকটি সংবাদে রোহিঙ্গা শিশু ধারণা বলা হয়।

তবে অবশেষে মিলেছে কিশোরের পরিচয় ৷ সেই কুমিল্লা জেলা মনোহরগঞ্জ উপজেলার সাতপুকুরিয়া এলাকার দিনমজুর ফারুক মিয়া ছেলে রাতুল (১৫)।  মানসিক ভারসাম্যহীন এ কিশোর।



স্থানীয় সূত্র জানা যায়, দিনমজুর ফারুকের ৩ ছেলে। রাতুল সবার বড়। আর্থিকভাবে ফারুক অনেকটাই দুর্বল যার ফলে আর্থিক সংকটের কারণে ছেলে নিখোঁজ হবার পরও থানায় জিডি করতে পারে নি ফারুক। অন্যের জমিতে দিনমজুরের কাজ করে কোনো রকম দিন যাচ্ছে তার পরিবারের।

কবে রাতুল কিভাবে কন্টেইনারে করে মালয়েশিয়া গেল রাতুল জানেন না তার পরিবার।

চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, চট্টগ্রাম বন্দর থেকে ১২ জানুয়ারি ছেড়ে যাওয়া 'এমভি ইন্টেগ্রা' জাহাজের একটি খালি কনটেইনারে আটকা পড়ে রাতুল। জাহাজটি মালয়েশিয়ার কেলাং বন্দরে যাওয়ার পর ১৬ জানুয়ারি কনটেইনারের ভেতর থেকে শব্দ শুনতে পান নাবিকেরা। এরপরই কেলাং বন্দরকে অবহিত করা হয়। পরদিন ১৭ জানুয়ারি বাংলাদেশ সময় রাত ১০টায় জাহাজটি জেটিতে এনে কনটেইনার খুলে ওই রাতুলকে উদ্ধার করা হয়।

রাতুলের বাবা ফারুক মিয়া সময়  জানান, ২ মাস ৭ দিন আগে শুক্রবার দুপুরের পরে বাসা থেকে বের হয় রাতুল। তারপর থেকে খোঁজে পাওয়া যাচ্ছিল না রাতুলকে। অসুস্থ সন্তানকে হারিয়ে শোকের ছায়া নেমে আসে পরিবারের সদস্যদের মাঝে। সন্তানকে খোঁজে পেতে বাবা মা সব আত্নীয় স্বজনদের বাসায় খোঁজ খবর নেয় কিন্তু কোথাও কোনো খোঁজ মিলে না রাতুলের। দুইমাস ধরে খোঁজ না পেয়ে অনেকটাই আশার প্রদীপ নিভে গিয়েছিল পরিবারটির।

রাতুলের মা রোকেয়া বেগম  জানান, আমি আমার সন্তানের আশা ছেড়ে দিয়েছিলাম। আপনারা যেইভাবে পারেন আমার ছেলেকে ফিরিয়ে এনে দেন। আমি সরকারের কাছে আকুল আবেদন করছি যেন সরকার আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে দেয়।

থেকে স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসীর মধ্যে  রাতুলকে ফিরে পেতে চরম উত্তেজনা বিরাজ করছে। তাদের দাবি যেন সরকার রাতুলকে মায়ের বুকে ফিরিয়ে দেয়।

উল্লেখ্য রাতুল বর্তমানে মালেশিয়ার একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।জাহাজটি ১২ই জানুয়ারী মালেশিয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে যায়।

২৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন