Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

সদরে আড়াইওরা এলাকায় যৌথ বাহিনীর অভিযান, বিদেশি অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার:
৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো





কুমিল্লা সদরের আড়াইওরা এলাকায় সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সমন্বিত অভিযানে  আওয়ামী লীগ নেতা ওমর ফারুক মুন্নার বসতবাড়ি থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। যদিও এ সময় মুন্নাকে বাড়িতে পাওয়া যায়নি।


মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর রাত সাড়ে তিনটায় এই অভিযান পরিচালনা করা হয়। 


অভিযুক্ত ওমর ফারুক মুন্না আড়াই ওরা এলাকার মরহুম

রূপ মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয়ভাবে রাজনৈতিক পরিচয়ে প্রভাব বিস্তারকারী ও অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত বলে অভিযোগ রয়েছে।


অভিযানের সময় মুন্নার বাড়ি থেকে ১টি ধারালো ছুরি, ১টি চেকোস্লোভাকিয়া নির্মিত রাইফেল ও ১টি বিদেশি শটগান উদ্ধার করা হয়েছে।


উদ্ধারকৃত সব অস্ত্র কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে যৌথ বাহিনী সূত্র জানায়।

৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন