Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

কুমিল্লায় গাঁজা ও ইয়াবা উদ্ধার, দুই ভারতীয়সহ ৩ জন আটক

স্টাফ রিপোর্টার:
১৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

কুমিল্লা সদরের শালধর এলাকা থেকে ১০১ কেজি গাঁজা ও ৩ হাজার ৫১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।  এ সময় ভারতীয় দুই নাগরিকসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল ৫ ফেব্রুয়ারী রাতে এ বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ীগণ হলেন ভারতের ত্রিপুরা সিপাহীজলা জেলার সোনামুড়া থানাধীন কুলুবাড়ী গ্রামের

হারুন মিয়ার ছেলে ফারুক হোসেন ওরফে সাদ্দাম (৩০), একই গ্রামের মোরশেদ মিয়া’র মাসুম মিয়া (২৩) এবং বাংলাদেশের কুমিল্লা সদরের চাঁনপুর গ্রামের মোঃ ইদ্রিস মিয়ার ছেলে গোলাম রাব্বি ইসলাম পাপ্পু (২০)।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

১৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন