Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

কুমিল্লা শিক্ষা বোর্ড আন্ত:কলেজ এ্যাথলেটিকস্ প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার:
২৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো





সুস্থ দেহে সুস্থ মন গড়ে তোলে ক্রীড়াঙ্গন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড আন্ত: কলেজ এ্যাথলোটিকস্ প্রতিযোগিতার উদ্বোধন ও পরবর্তীতে পুরষ্কার বিতরণ করা হয়।


 মঙ্গলবার (২৫ মার্চ) সকালে কুমিল্লা ভাষা সৈনিক  শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম মাঠে উক্ত প্রতিযোগীতার উদ্বোধন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।  


কুমিল্লা

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের  উদ্যোগে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শামসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সচিব প্রফেসর খন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান।


কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কলেজ পরিদর্শক প্রফেসর নুরুন্নবী আলম এর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাসরীন, কুমিল্লা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক রীতা চক্রবর্তী,উপ-সচিব (একাডেমিক) এবং ক্রীড়া কর্মকর্তা (ভারপ্রাপ্ত)মোহাম্মদ সাফায়েত মিয়া।


উক্ত প্রতিযোগীতায় কুমিল্লা শিক্ষাবোর্ড আওতাধীন ২০ টি কলেজের ৯৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।  


অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আদর্শ ও নৈতিক আচরণের মাধ্যমে নিজেকে বদলিয়ে নবরূপে তারুণ্যের গতিকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় হলো আমাদের বড় চাওয়া। পাশাপাশি শিক্ষার মান উন্নয়নেও বড় ভূমিকা রাখতে হবে। তাহলেই দেশ ও সমাজ ব্যবস্থা পরিবর্তন হয়ে আসবে এই প্রতিযোগিতার মাধ্যমে।

২৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন