Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সারাদেশ

কুমিল্লার কুটুমবাড়ির মোরগ পোলাওতে মিলল স্টেপলার পিন

স্টাফ রিপোর্টারঃ
১১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

কুমিল্লা নগরীর পুলিশ লাইনে অবস্থিত কুটুমবাড়ি বিরিয়ানির মোরগ পোলাওতে পাওয়া গেল স্টেপলার পিন।

শনিবার (৮ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টায় পুলিশ লাইন মাঠের বিপরীতে এস.এ বারী মার্কেটে অবস্থিত কুটুমবাড়িতে ইফতারির জন্য মোরগ পোলাও এর ৫টি প্যাকেট আনেন এক ব্যবসায়ি।  ইফতারের পূর্ব মুহূর্তে যখন খাবারের প্যাকেট খোলা হয় তখন একটি পুরো (৫০টি) স্টেপলার পিন এবং কুসুমবিহীন ডিম পাওয়া যায়।

ইস্টার্ন

প্লাজার দোকানদার (ক্রেতা) জানান, তিনি যখন ইফতার করার সময় মোরগ পোলাও খাওয়া শুরু করেন এবং খাওয়া অর্ধেক শেষ হওয়ার পর তিনি দেখেন উনার প্লেট এর মধ্যে মোরগ পোলাও এর ভিতর একটি আস্ত স্টেপলার পিন এবং আর এক জনের প্লেটে পাওয়া যায় কুসুম বিহীন একটি ডিম।

কুটুমবাড়ি বিরিয়ানি হাউজের ম্যানেজার সোহেল বলেন, আমাদের অসচেতনতায় কাজটি হয়েছে । তিনি তার ভুল স্বীকার করেন।

১১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন