কুমিল্লা নগরীর পুলিশ লাইনে অবস্থিত কুটুমবাড়ি বিরিয়ানির মোরগ পোলাওতে পাওয়া গেল স্টেপলার পিন।
শনিবার (৮ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টায় পুলিশ লাইন মাঠের বিপরীতে এস.এ বারী মার্কেটে অবস্থিত কুটুমবাড়িতে ইফতারির জন্য মোরগ পোলাও এর ৫টি প্যাকেট আনেন এক ব্যবসায়ি। ইফতারের পূর্ব মুহূর্তে যখন খাবারের প্যাকেট খোলা হয় তখন একটি পুরো (৫০টি) স্টেপলার পিন এবং কুসুমবিহীন ডিম পাওয়া যায়।
ইস্টার্ন
কুটুমবাড়ি বিরিয়ানি হাউজের ম্যানেজার সোহেল বলেন, আমাদের অসচেতনতায় কাজটি হয়েছে । তিনি তার ভুল স্বীকার করেন।
১১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫