Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

কুমিল্লার হোমনায় বর্ষার পানিতে পড়ে শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:
২৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

কুমিল্লার হোমনায় বর্ষার পানিতে পড়ে মো. জুনাইদ নামে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার উপজেলার জয়দেবপুর মাথাভাঙা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুটি ওই গ্রামের মো. সাত্তার মিয়ার ছেলে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির ওঠানে খেলা করছিল জুনাইদ। এক পর্যায়ে শিশুটি হামাগুড়ি দিয়ে লোকচক্ষুর আাড়ালে বাড়ির পাশে বর্ষার পানিতে টইটুম্বুর জমিতে পড়ে যায়। শিশুটিকে দেখতে না

পেয়ে খুঁজাখুজি শুরু করেন পরিবারের লোকজন। খুঁজতে খুঁজতে পাশের জমির পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করেন। পরিবারের লোকজন শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রাবেয়া রওনক আশা পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

২৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন