কুমিল্লার বুড়িচংয়ে অভিযান চালিয়ে ১৫ লাখ ৭৯ হাজার ৫ শত টাকা মূল্যের ভারতীয় শাড়িসহ ২ জন চোরাচালানকারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (৩১ মার্চ) উপজেলার যদুপুর সাকিনস্থ বাকশিমুল পশ্চিম পাড়া বাতান বাড়ির রাস্তা থেকে তাদেরকে আটক করা হয়।
এসময় ১ হাজার ৫৩ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। এছাড়াও চোরাচালানের কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, মোহাম্মদ রাসেল (২৩)
গোয়েন্দা শাখার এসআই মোঃ মামুনুর রশিদ অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করি। এসময় চোরাচালানের কাজে ব্যবহৃত পিকআপটি তল্লাশী করে পিছনের বডিতে ৩৩টি গাইড থেকে সর্বমোট ১ হাজার ৫৩ পিস বিভিন্ন রংয়ের ও বিভিন্ন ধরনের ভারতীয় তৈরী শাড়ি জব্দ করি।
আটককৃতদের বিরুদ্ধে বুড়িচং থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
২০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫