Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

কুমিল্লা বিভাগ

কুমিল্লায় র‍্যাব-১১ এর অভিযানে ১,৮৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ১

স্টাফ রিপোর্টার:
৫ দিন আগে শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫
# ফাইল ফটো



কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর এলাকায় র‍্যাব-১১ এর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি দল এ অভিযান পরিচালনা করে।


র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কালিকাপুর গ্রামের  ইলিয়াস ও তার সহযোগীরা ভারতীয় সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল এনে তার

বাড়িতে মজুদ করেছে। সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক ইলিয়াস ও তার সহযোগী বিটু পালিয়ে যায়। তবে ওসমান গনি শুভ (২৫) নামে এক মাদক কারবারিকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।


পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে বাড়ির রান্নাঘরে তল্লাশি চালিয়ে ৯টি বস্তায় রাখা মোট ১,৮৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে র‍্যাব।


র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত শুভ কালিকাপুর গ্রামের ইউনুস মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, ইলিয়াস ও বিটুর সঙ্গে মিলে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ অন্যান্য মাদক সংগ্রহ করে ইলিয়াসের বাড়িতে মজুদ করে রাখা হতো। পরে এসব মাদক কুমিল্লা, ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করা হতো।


র‍্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের চলমান অভিযান আরও জোরদার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

৫ দিন আগে শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন