Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

কুমিল্লা দাউদকান্দিতে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক

স্টাফ রিপোর্টার:
২৭ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো




কুমিল্লার দাউদকান্দিতে  অস্ত্র ও গুলিসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার  রাত ৩টার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের ভুলিরপাড়ে বিশেষ অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ দুই তরুণকে আটক করে। 


আটককৃত হলেন, দাউদকান্দি উপজেলার বাশরা গ্রামের আলমগীরের ছেলে মোঃ ইসহাক তুষার ( ২৪)  ও গৌরীপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মেহেদী হাসান রাজা (২২)। 


পুলিশ

তাদের কাছ থেকে  একটি ৭.৬২ পিস্তল, ৯ রাউন্ড গুলি ও  নাম্বার বিহীন মোটর একটি সাইকেল উদ্ধার করেন। 


দাউদকান্দি মডেল থানার ওসি  মো. জুনায়েত চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ দু'জনকে আটক করা হয়েছে। তারা সংজ্ঞবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্য এবং চাঁদাবাজির সাথে জড়িত ছিলো বলে জানতে পেরেছি। তাদের নিকট আরো অস্ত্র থাকতে পারে, সে বিষয়ে পুলিশ কাজ করছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে। 


২৭ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন