কুমিল্লা বিআরটিএ অফিসে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সাধারণ জনগণের নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়। তবে সেনাবাহিনী ও পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপের ফলে বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
বুধবার (৫ মার্চ) দুপুর ১২টার দিকে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয়। খবর পাওয়ার পরপরই আদর্শ
সদর আর্মি ক্যাম্প থেকে একটি সেনা টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সেনাবাহিনী পৌঁছানোর আগেই সংঘর্ষকারীদের একটি দল পালিয়ে যায়।এ সময় সেনাবাহিনী মারধরের শিকার দুই ব্যক্তিকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
আহতদের মধ্যে মাহমুদুল হাসান (৩৪) ও ওমর সানি (২৮) নামে দুই ব্যক্তি সামান্য আহত হন। চিকিৎসা শেষে তাদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
কুমিল্লা সার্কেল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
সেনাবাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপের ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সাধারণ মানুষের জানমালের ক্ষতি এড়ানো সম্ভব হয়।
নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদা প্রস্তুত রয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
১৫ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫