কুমিল্লা সদরের অরণ্যপুর এলাকা হতে ৬ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: নজির আহাম্মেদকে (৪৪) আটক করেছে র্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।
সোমবার (১ সেপ্টেম্বর) রাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অরন্যপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
আটক হওয়া মোঃ নজির আহাম্মেদ কুমিল্লা সদরের পশ্চিম ঝাকুনিপাড়া গ্রামের মোঃ
মমিন মিয়ার ছেলে।জিজ্ঞাসাবাদে সে জানায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
৪ দিন আগে শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫