গত বছর ফ্রান্সে সর্বমোট ১ লাখ ৪২ হাজার আশ্রয় আবেদন জমা পড়েছে। এর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ আশ্রয় আবেদন করেছেন বাংলাদেশিরা। আর টানা ছয়বারের মতো শীর্ষে রয়েছে আফগান আশ্রয়প্রার্থীরা। গত সপ্তাহে ২০২৩ সালের প্রাথমিক আশ্রয় পরিসংখ্যান প্রকাশ করেছে ফ্রান্সের শরণার্থী ও রাষ্ট্রহীন ব্যক্তিদের সুরক্ষার জন্য নির্ধারিত ফরাসি দপ্তর অফপ্রা। সেখানেই উঠে এসেছে এসব তথ্য।
অফপ্রা
জানিয়েছে, ২০২২ সালের তুলনায় গত বছর ফ্রান্সে আশ্রয় আবেদন বেড়েছে ৮ দশমিক ৬ শতাংশ। ২০২৩ সালে নথিভুক্ত হওয়া মোট আবেদনের মধ্যে ১ লাখ ৩৬ হাজার ৭০০টিরও বেশি আবেদনের সিদ্ধান্ত জানানো হয়েছে।এর যার মধ্যে ইতিবাচক সিদ্ধান্ত পেয়েছে প্রায় ৩৩ শতাংশ আবেদন। ২০২২ সালের তুলনায় এই হার অন্তত চার শতাংশ বেশি।
সূত্র: ইনফোমাইগ্রেন্টস
২০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫