Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বিশ্ব

ডোনাল্ড ট্রাম্প আসলেই কানাডা দখল করতে চান: ট্রুডো

ডেস্ক রিপোর্ট:
৯ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো




কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ডোনাল্ড ট্রাম্প আসলেই কানাডার কিছু নির্দিষ্ট এলাকা অধিগ্রহণ করতে চান। দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে আলোচনাকালে ট্রুডো আরও উল্লেখ করেন যে, ট্রাম্প কানাডার উত্তরাঞ্চলের দিকে বিশেষ নজর দিয়েছেন, যেখানে মূল্যবান খনিজ সম্পদ রয়েছে।


কানাডা লিথিয়াম, গ্রাফাইট, নিকেল, কপার ও কোবাল্টের মতো গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে

সমৃদ্ধ। দেশটি তার মিত্র দেশগুলিকে এসব সম্পদ সরবরাহ করে থাকে।


ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই কানাডিয়ান পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছিলেন। তবে তিনি এই সিদ্ধান্ত আপাতত ৩০ দিনের জন্য স্থগিত রেখেছেন। এরপরও ট্রাম্প কানাডা নিয়ে বিদ্রূপ করতে ছাড়েননি। তিনি কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য এবং ট্রুডোকে গভর্নর হওয়ার কথাও বলেছেন।


শুল্ক নিয়ে কানাডার উদ্বেগ এখনও কাটেনি। এ কারণে ট্রুডো টরন্টোতে ব্যবসায়ী প্রতিনিধি ও তার দল লিবারেল পার্টির নেতাদের সাথে আলোচনায় বসেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) টরন্টোয় অনুষ্ঠিত এক সম্মেলনে মাদক পাচার বন্ধ, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অঙ্গরাজ্যগুলোর মধ্যে বাণিজ্য বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে ট্রুডো সেখানে উপস্থিত ব্যবসায়ী ও নেতাদের বলেন, ট্রাম্পের কানাডা অধিগ্রহণের হুমকি বাস্তব। এটি শুধু কানাডার কাছ থেকে বাণিজ্যিক সুবিধা আদায়ের জন্য নয়।


ট্রুডো আরও বলেন, ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা কানাডার খনিজ সম্পদ সম্পর্কে ভালোভাবে জানেন। তারা এই সম্পদ থেকে লাভবান হতে চান এবং এজন্য কানাডাকে যুক্তরাষ্ট্রের সাথে একীভূত করাই তাদের জন্য সবচেয়ে সহজ পথ বলে মনে করেন।


অন্যদিকে, কানাডার শিল্পমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেন বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমেরিকানরা ভালো করেই জানে যে তাদের অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তার পাশাপাশি জাতীয় নিরাপত্তার জন্যও কানাডা অপরিহার্য। তিনি সতর্ক করে দিয়ে বলেন, কোনো হটকারী সিদ্ধান্ত উভয় পক্ষের জন্যই ক্ষতিকর হতে পারে।


সূত্র: দ্য গার্ডিয়ান

৯ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন