কোটবাড়ি রোড ও পুলিশ লাইন রোডের জরুরি সংস্কারের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা পৃথকভাবে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) কুমিল্লা জোনের নির্বাহী প্রকৌশলী এবং কুমিল্লা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সংগঠনের সভাপতি মো. শামীম স্বাক্ষরিত এই স্মারকলিপিতে সড়ক দুটির করুণ অবস্থা তুলে ধরে দ্রুত সংস্কারের দাবি
জানানো হয়।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কুমিল্লা শহরের ব্যস্ততম এই দুই সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে তাতে পানি জমে থাকে। এর ফলে প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে এবং যানজট লেগেই থাকে। প্রায় তিন হাজার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ হাজারো মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করায় তাদের জন্য চরম ভোগান্তি তৈরি হয়েছে।
স্মারকলিপিতে পাঁচ দফা দাবি জানানো হয়। এর মধ্যে জরুরি ভিত্তিতে পূর্ণ সংস্কারকাজ শুরু, সড়কের গর্ত দ্রুত পূরণ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত, যানজট নিরসনে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা চালু, সংস্কারকাজের সময়সীমা নির্ধারণ ও মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহার নিশ্চিত, এবং শিক্ষার্থীদের নিরাপদ চলাচলের জন্য ফুটপাত বা সাইকেল লেনের ব্যবস্থা করার দাবি উল্লেখ করা হয়েছে।
স্মারকলিপি গ্রহণকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশ্বস্ত করেন যে, আগামী অক্টোবরের মধ্যে সংস্কারকাজ শুরু হবে এবং মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহার করে তা দ্রুত শেষ করা হবে। তারা বলেন, শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়ন ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করা তাদের অগ্রাধিকারভুক্ত কাজের মধ্যে রয়েছে।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. শামীম, কুমিল্লা মহানগরের সভাপতি মামুন বিন নুরুল ইসলাম, কুমিল্লা সরকারি কলেজের সভাপতি কায়েফ, কুবি শাখার সাধারণ সম্পাদক আবছার উদ্দিন ইফতি ও অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বার্তা প্রেরক হিসেবে দায়িত্ব পালন করেন গাজী শাওন, তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
সংগঠনের কুবি শাখার সভাপতি মো. শামীম জানান, কোটবাড়ি রোড ও পুলিশ লাইন রোড বর্তমানে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এসব সড়কে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে তাতে পানি জমে থাকে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে এবং যানজট সৃষ্টি করছে। প্রতিদিন প্রায় তিন হাজার কুবি শিক্ষার্থী ও হাজার হাজার সাধারণ মানুষ এই সড়কগুলো দিয়ে যাতায়াত করেন, ফলে সবার জন্যই চরম ভোগান্তি তৈরি হয়েছে।
২৫ দিন আগে সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫