Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

জাতীয়

কলকাতা ও ঢাকায় ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন

ডেস্ক রিপোর্ট:
৩ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো



১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ৫৩ তম বার্ষিকী ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস  ঢাকা ও কলকাতায়  উদযাপিত হয়েছে।  দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সম্প্রীতির প্রতিফলনে, দুই দেশের বিজয় দিবস উদযাপনে অংশ নিতে বাংলাদেশ ও ভারতের  সশস্ত্র বাহিনী ও তাদের প্রতিনিধিদল অংশগ্রহণ করেছে।


কলকাতায় পশ্চিমবঙ্গের গভর্নরের উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল আবদুস সালাম চৌধুরী (অব.) এবং

ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুর রহমানের বিজয় স্মারকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। 


এরপর জিওসি-ইন-সি ইস্টার্ন কমান্ডের সাথে মতবিনিময় করেন প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি পশ্চিমবঙ্গের রাজ্যপালের সাথেও আলাপ-আলোচনা করেছে এবং এই উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের সময় ভারতীয় প্রবীণ এবং সিনিয়র বিশিষ্ট ব্যক্তিদের সাথে দেখা করেছেন।


এদিকে, ঢাকায় ভারতীয় প্রবীণ ও সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদল বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি কর্তৃক আয়োজিত সংবর্ধনায় অংশ নেন। এ সময় তারা বাংলাদেশের তিন বাহিনীর প্রধান এবং অন্যান্য সিনিয়র গণ্যমান্য ব্যক্তিদের সাথেও মতবিনিময় করেন এবং মুক্তিযুদ্ধে দখলদার বাহিনীর বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের সাথে তাদের যুদ্ধের কথা-স্মৃতি রোমন্থন করেন ।

উভয়পক্ষই ভারত ও বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং তাদের জনগণের মধ্যে গভীর বন্ধুত্বের পুনর্নিশ্চিত করেছে - যা ন্যায়, স্বাধীনতা ও সাম্যের চেতনায় প্রোথিত।

৩ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন