ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ মাঠে পাঁচ স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। রবিবার জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
তিনি জানান, জাতীয় ঈদগাহে প্রধান ঈদের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এখানে একসাথে প্রায় ৩৫ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে
পারবেন। এছাড়াও, ঢাকা মহানগরীতে মোট ১৭৩৯টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে, যার মধ্যে ১১১টি ঈদগাহ ও ১৫৭৭টি মসজিদ রয়েছে।জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ও ঢাকার অন্যান্য স্থানগুলোর ঈদের জামাতের জন্য ডিএমপি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা হাতে নিয়েছে। এ উপলক্ষে পুরো জাতীয় ঈদগাহ মাঠ সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। পাশাপাশি, ডিএমপির বোম্ব স্কোয়াড, সোয়াট টিম ও ক্যানাইন (কে-৯) ইউনিট সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত থাকবে।
মুসল্লিদের সুবিধার্থে জাতীয় ঈদগাহ মাঠের আশেপাশে নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা করা হয়েছে। এদিন যানবাহন চলাচল নিয়ন্ত্রণে জিরো পয়েন্ট, সরকারি কর্মচারী হাসপাতাল, দোয়েল চত্বর, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশের গলি, ইউবিএল ক্রসিং, কন্ট্রোল রুম গ্যাপ ও মৎস্যভবন ক্রসিংয়ে ডাইভারশন দেওয়া হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, "এবারের ঈদকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।"
এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিমসহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫