সাম্প্রতিক সময়ে দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিজয় পরবর্তী পরিস্থিতিতে কতিপয় দুর্নীতিবাজ ও দুস্কৃতিকারী ব্যক্তিবর্গ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে, যাতে কেউ দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে।
জনসাধারণকে সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়া রোধে সহায়তার জন্য বিজিবির হটলাইন +৮৮০১৭৬৯-৬০০৬৮২
এবং +৮৮০১৭৬৯-৬২০৯৫৪ নাম্বারে ফোন করে তথ্য দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।বুধবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম, পিবিজিএমএস স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সীমান্তে বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির ফলে ইতোমধ্যে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আইসিপি থেকে ০১ জন, যশোরের বেনাপোল আইসিপি থেকে ০১ জন এবং চুয়াডাঙ্গার দর্শনা আইসিপি থেকে ০২ জন মোট ০৪ জনকে আটক করা হয়েছে।
১৫ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫