বাংলাদেশে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী মেয়েদের ‘ইতিহাস পরিবর্তনের নায়িকা’ বলে অভিহিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, “তোমরা বাংলাদেশকে যে পর্যায়ে নিয়ে গেছো, তা একটি ঐতিহাসিক ঘটনা। এই বিপ্লব পৃথিবীর অন্য কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে না।”
গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে
‘জুলাইয়ের কন্যারা, আমরা তোমাদের হারিয়ে যেতে দেব না’ শীর্ষক নারী সমাবেশে তিনি এসব কথা বলেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই বিপ্লবে অংশ নেওয়া শিক্ষার্থী ও কর্মজীবী নারীরা উপস্থিত ছিলেন।অধ্যাপক ইউনূস বলেন, “পৃথিবীতে অনেক অভ্যুত্থান হয়েছে, কিন্তু এই বিপ্লব ছিল একেবারে ভিন্ন। তোমাদের কেউ উদ্বুদ্ধ করেনি, তোমরা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছো। এটি তোমাদের হাতে গড়া এক অভূতপূর্ব বিপ্লব।”
গণঅভ্যুত্থানের সময়কার হতাহতদের স্মরণ করে তিনি বলেন, “যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, তোমাদের আমরা ভুলিনি। তোমাদের এই ত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণা।”
মুহাম্মদ ইউনূস আরও বলেন, “বাংলাদেশের মেয়েরা যে শক্তি ও ঐক্য প্রদর্শন করেছে, তা বিশ্বের অন্য কোনো দেশের মেয়েরা দেখাতে পারেনি। ৫ আগস্টের পর আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, যা গড়ার দায়িত্ব আমাদের সবার।”
অনুষ্ঠানে উপস্থিত মেয়েদের উদ্দেশে তিনি বলেন, “তোমাদের এই অগ্রগতি বিরাট সৌভাগ্যের বিষয়। তোমরা সুযোগ পেয়ে দেখিয়ে দিয়েছো যে আমরা শক্তিশালী এবং আমরা সেই শক্তি প্রয়োগ করতে সক্ষম।”
৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫