Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

জান্তাপ্রধানকে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন, স্বাগত জানাল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট:
২১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগণের উপর নির্যাতন ও নিপীড়ন এবং তাদের একটি বড় অংশকে বাস্তুচ্যুত করার ঘটনায় দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-তে, যা হেগ শহরে অবস্থিত।


আইসিসির প্রধান কৌঁসুলি করিম আসাদ আহমেদ খান এ আবেদন দাখিল করেছেন।

বাংলাদেশের পক্ষ থেকে ইতোমধ্যে আইসিসির এই পদক্ষেপকে স্বাগত জানানো হয়েছে।


করিম খান বুধবার এক বক্তব্যে বলেন, ২০২২ সালে বাংলাদেশ সফরকালে তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন এবং রোহিঙ্গা কমিউনিটির নেতা ও বাংলাদেশের সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। পরে, নেদারল্যান্ডসে ফিরে তিনি আইসিসির দপ্তরে সফরের অভিজ্ঞতা নিয়ে একটি প্রতিবেদন দাখিল করেন এবং মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন।


আইসিসিসূত্রে জানা গেছে, এই আবেদনটি বর্তমানে আদালতের প্রি-ট্রায়াল চেম্বারের ১ নম্বর বিচারকের দপ্তরে রয়েছে। বিচারক এখন প্রমাণ-সাক্ষ্যগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন। একবার পরোয়ানায় স্বাক্ষর হলে জেনারেল হ্লাইংকে গ্রেফতারের পদক্ষেপ গ্রহণ করবে আদালতের শীর্ষ কৌঁসুলির দপ্তর।


বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই আবেদনকে স্বাগত জানিয়েছে। রোহিঙ্গা বিষয়ক মুখপাত্র খলিলুর রহমান বলেন, “এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা মিয়ানমারের সেনাবাহিনীকে জবাবদিহিতার আওতায় আনার এবং রোহিঙ্গাদের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করার একটি মূল পদক্ষেপ।”


২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে একযোগে সেনা ছাউনিগুলোর উপর বোমা হামলা হয়, যা আরাকান স্যালভেশন আর্মি (আরসা) দায়ী হয়। এরপর মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে ভয়াবহ অভিযান শুরু করে। এতে হাজার হাজার রোহিঙ্গা হতাহত হয় এবং ১০ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়।

২১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন