কড়া নিরাপত্তায় দিল্লিতে শুরু হয়েছে জি-২০ শীর্ষ সম্মেলন। ভারতের নেতৃত্বে হওয়া এই সম্মেলনের থিম ‘বসুধৈব কুটুম্বকম’। পরম্পরা মেনেই শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে দেশের রাষ্ট্রপ্রধানদের স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সকাল ১০.৩০: জি-২০ সম্মেলনের উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে মানবকল্যাণ বার্তা। সবকা সাথ সবকা বিকাশ বার্তা প্রধানমন্ত্রীর।
ইউক্রেন যুদ্ধ ও খাদ্য নিরাপত্তা নিয়েও বার্তা। মরক্কোর পাশে থাকার আশ্বাস দিলেন মোদি। ভারতের উদ্যোগে জি-২০ জোটের স্থায়ী সদস্যপদ পেল আফ্রিকান ইউনিয়ন। জোটে আফ্রিকান ইউনিয়নের প্রেসিডেন্ট আজালি আসুমানিকে আমন্ত্রণ জানালেন মোদি।সকাল ১০.১৫: এলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো।
সকাল ১০.১০: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে স্বাগত জানাচ্ছেন মোদি।
সকাল ১০.০৬: ভারত মণ্ডপমে এলেন সৌদি আরবের যুবরাজ তথা প্রধানমন্ত্রী মহম্মদ বিন সলমন।
সকাল ১০.০৫: পৌঁছলেন চিনের প্রিমিয়ার লি কিয়াং।
সকাল ১০টা: ভারত মণ্ডপমে এলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
সকাল ৯.৫৯: পৌঁছলেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ।
সকাল ৯.৫৮: ভারত মণ্ডপমে এলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
সকাল ৯.৫৭: পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।
সকাল ৯.৫৬: ভারত মণ্ডপমে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।
সকাল ৯.৫৫: পৌঁছলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ।
সকাল ৯.৫৩: প্রবেশ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সকাল ৯.৫০: ভারত মণ্ডপমে পৌঁছলেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভনডের লিয়েন।
সকাল ৯.৪৫: সম্মেলনে ‘বসুধৈব কুটুম্বকম’ নিয়ে বার্তা দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সমস্ত রাষ্ট্রপ্রধানদের স্বাগত জানিয়ে তিনি বলেন, “এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ – এই মন্ত্রেই বিশ্বাস করে ভারত। সবাইকে নিয়ে উন্নয়নের পথে হাঁটাই আমাদের উদ্দেশ্য। এই সম্মেলনে যাঁরা অংশ নিয়েছেন, তাঁদের সকলের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন রইল।”
সকাল ৯.৪১: ওয়ার্ল্ড ব্যাংকের প্রধান, রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে করমর্দন করেন মোদি।
সকাল ৯.৩০: দিল্লির প্রগতি ময়দানে চাঁদের হাট। ভারত মণ্ডপমে শুরু জি-২০ শীর্ষ সম্মেলন। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
১৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫