Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

আমেরিকায় ৩ বছরে ১৫ হাজার মানুষ নিখোঁজ হয়েছে, বিনা বিচারে গুলি করে ৩০৭৬ জনকে হত্যা

স্টাফ রিপোর্টার:
১৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

আমেরিকায় ৩ বছরে ১৫ হাজার মানুষ নিখোঁজ হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। অথচ এই সময়ে আমার জানা মতে, আমাদের দেশে একজনও গুম হয়নি বলে জানান তিনি। পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী বলেন- ‘তাদের (আমেরিকার) ওখানে ২০২১ সালে ৫ লাখ ২১ হাজার, ২০২০ সালে ৫ লাখ ৭৩ হাজার, ২০১৯ সালে ৬ লাখ ৯ হাজার ও ২০১৮ সালে ৬ লাখ ১২ হাজার মানুষ নিখোঁজ হয়েছে।’

মন্ত্রী সোমবার বিকালে সিলেটের

কবি নজরুল অডিটোরিয়ামে আওয়ামী লীগের প্রতিনিধি সভায় বক্তৃতাকালে এই পরিসংখ্যান তুলে ধরে প্রশ্ন করে বলেন, ‘তারপরও তারা আমাদের সবক দিতে আসে। যদি কেউ সবক দিতে চায় তাহলে তাদের বলবেন- আয়নায় আগে তোমাদের চেহারার দিকে তাকাও।’  

মন্ত্রী বলেন- ‘আমেরিকায় গত তিন বছরে পুলিশ বিনা বিচারে গুলি করে ৩ হাজার ৭৬ জনকে হত্যা করে মেরেছে। অথচ আমাদের দেশে তিনজনকেও পুলিশ গুলি করে মারেনি।’ মন্ত্রী বলেন- ‘তারা (আমেরিকা) বাংলাদেশে ৭৬ জন গুমের কথা বলেছে। আমরা খবর নিয়ে দেখলাম তারা যাদের কথা বলেছে এর মধ্যে ৮ জন ঘুরে বেড়াচ্ছে। দু’জন ভারতের নাগরিক ছিল তারা ভারতে চলে গেছে। আর ৫৪ জন দাগি আসামি হিসেবে কারাগারে রয়েছে।’ মন্ত্রী বলেন- ‘আমেরিকার দেয়া পরিসংখ্যান দেখে আমাদের দেশের কিছু মানুষ বাহবা দেয়।’ 

১৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন