Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বিশ্ব

ইসরাইলি হামলার পাল্টা জবাব কি দেবে ইরান?

ডেস্ক রিপোর্ট:
১২ ঘন্টা আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো



ইরানের ৩০০ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিয়েছে ইসরাইল। আজ একটি ইসরাইলি ক্ষেপণাস্ত্র ইরানে আঘাত করেছে। 


শুক্রবার সকালে ইরানের কেন্দ্রীয় শহর ইসপাহানের চারপাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে ইরানের গণমাধ্যমে এসেছে।


ইরানের সংবাদমাধ্যম আরও জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার মাধ্যমে তিনটি ড্রোনকে ধ্বংস করা হয়েছে।


ইসপাহান

প্রদেশে একটি বিশাল বিমানঘাঁটি আছে। সেইসঙ্গে, সেখানে একটি ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ও কয়েকটি পারমাণবিক স্থাপনাও রয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা- আইএইই বলেছে, পারমাণবিক স্থাপনাগুলোর কোনো ক্ষতি হয় নি।


পেন্টাগন ও ইসরাইলের সেনাবাহিনী, উভয়ই এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।


এখন প্রশ্ন হবে ইরান কি ইসরাইলি হামলার জবাব দেবে?


ইসরাইলের হামলার খবর প্রকাশ হবার কয়েক ঘণ্টা পর একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ইসরাইলের বিরুদ্ধে অবিলম্বে প্রতিশোধ নেওয়ার কোনো পরিকল্পনা নেই ইরানের।


দুই মার্কিন কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, ইরানের ওপর এই হামলার ইসরাইলের পক্ষ থেকে করা হয়েছে। যদিও ইসরাইল এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি।


নাম প্রকাশ না করার শর্তে ইরানি ওই কর্মকর্তা বলেন, এই ঘটনাটি যে বিদেশি কোনো উৎস থেকে হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। আমরা বাইরে থেকে কোনও আক্রমণের সম্মুখীন হইনি এবং চলমান আলোচনা হামলার চেয়ে অনুপ্রবেশের দিকেই বেশি ঝুঁকছে।


এদিকে মাত্র এক ঘন্টা আগে একজন ইরানি বিশ্লেষক দেশটির রাষ্ট্রীয় টিভিকে বলছিলেন, ইসপাহানে বিমান প্রতিরক্ষা দিয়ে যে মিনি ড্রোনগুলোকে গুলি করা হয়েছিলো, সেগুলো ইরানের ভেতর থেকেই অনুপ্রবেশকারীরা উড়িয়েছিল।


তথ্যসূত্র: বিবিসি

১২ ঘন্টা আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন