অস্ট্রেলিয়ার পার্থ শহরের কাছে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুই বিদেশি পর্যটকসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থ শহরের রটনেস্ট দ্বীপের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। এতে সুইজারল্যান্ড ও ডেনমার্কের দুই পর্যটক এবং পাইলট নিহত হন।
জানা যায়,
পার্থ থেকে প্রায় ৩০ কিলোমিটার (১৮.৬ মাইল) দূরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র রটনেস্ট দ্বীপে যাওয়ার পথে ছয়জন পর্যটক নিয়ে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় তিনজন নিহত হলেও বাকি তিনজন আহত হয়েছেন।ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রিমিয়ার রজার কুক এক সংবাদ সম্মেলনে বলেছেন, “নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাই। তাদের জন্য নিঃসন্দেহে এটি অত্যন্ত কঠিন সময়।”
প্রাদেশিক পুলিশ কমিশনার কর্নেল ব্লাঞ্চ জানিয়েছেন, বিমান দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
১১ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫