Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, অক্টোবর ২৫, ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

বিশ্ব

এশিয়া সফরে কিম জং উনের সঙ্গে দেখা করতে চান ডোনাল্ড ট্রাম্প

ডেস্ক রিপোর্ট:
২ ঘন্টা আগে শনিবার, অক্টোবর ২৫, ২০২৫
# ফাইল ফটো



যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এশিয়া সফরের সময় তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করতে চান। খবর এএফপির। 


স্থানীয় সময় শুক্রবার (২৪ অক্টোবর) এশিয়ার উদ্দেশে রওনা হওয়ার আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, আমি চাই, তিনিও (কিম) জানুক আমরা সেখানে যাচ্ছি।’


কিমের সঙ্গে

সাক্ষাতের সম্ভাবনা আছে কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি জানি না, তবে আমরা তাকে জানিয়েছি, তিনি জানেন আমি যাচ্ছি।’


কিম জং উন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প আরও বলেন, ‘তার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো।’


উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে দায়িত্ব পালনের সময় ২০১৯ সালে এই দুই নেতার সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল।

২ ঘন্টা আগে শনিবার, অক্টোবর ২৫, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন