Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

বিশ্ব

ইসরাইল না থামালে জাতিসংঘকে শক্তি প্রয়োগের আহ্বান এরদোগানের

ডেস্ক রিপোর্ট:
১২ দিন আগে মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫
# ফাইল ফটো



তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোগান বলেছেন, গাজা ও লেবাননে ইসরাইলের হামলা বন্ধে নিরাপত্তা পরিষদ যদি ব্যর্থ হয়, তবে জাতিসংঘের সাধারণ পরিষদের উচিত হবে ১৯৫০ সালে গৃহীত "ইউনাইটিং ফর পিস" প্রস্তাব অনুযায়ী ইসরাইলের বিরুদ্ধে বল প্রয়োগের সুপারিশ করা।


১৯৫০ সালে গৃহীত "ইউনাইটিং ফর পিস" প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, যদি নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের মতপার্থক্যের

কারণে বিশ্ব শান্তি বজায় রাখা সম্ভব না হয়, তাহলে জাতিসংঘের সাধারণ পরিষদকে পদক্ষেপ নিতে হবে।


সোমবার আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর এরদোগান এই প্রস্তাবের কথা উল্লেখ করে বলেন, সাধারণ পরিষদের উচিত ইসরাইলের বিরুদ্ধে বল প্রয়োগের সুপারিশ করা।


এছাড়া, তিনি মুসলিম দেশগুলোর ইসরাইলের বিরুদ্ধে আরও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় দুঃখ প্রকাশ করেন এবং মুসলিম দেশগুলোকে ইসরাইলকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে অর্থনৈতিক, কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

১২ দিন আগে মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন