Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিশ্ব

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্রের নিন্দা

ডেস্ক রিপোর্ট:
২০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




উত্তর কোরিয়া দেশটির উত্তরপূর্ব সমুদ্রে ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। তাদের এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইলগুলো দূরপাল্লার এবং উচ্চ কোণে ছোঁড়া সম্ভব।


জাপানের কোস্ট গার্ডও নিশ্চিত করেছে যে উত্তর কোরিয়া ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে। সম্প্রতি উত্তর কোরিয়া ক্রমাগত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে।


এর

আগের দিন দক্ষিণ কোরিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা সংসদ সদস্যদের জানিয়েছিল যে উত্তর কোরিয়া তাদের সপ্তম পরমাণু পরীক্ষার প্রস্তুতি নিয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্রও পরীক্ষার পরিকল্পনা করেছে।


জাপানের কোস্ট গার্ড জানায়, মিসাইলটি জাপানের ওকুশিরি দ্বীপ থেকে ৩০০ কিলোমিটার দূরে আঘাত হেনেছে।


জাপানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল নাকাতানি জানিয়েছেন, অন্তত একটি আইসিবিএম মানের ব্যালিস্টিক মিসাইল উত্তর কোরিয়ার পিয়ংইয়ং থেকে উত্তরপূর্ব দিকে ছোঁড়া হয়েছে। এটি প্রায় এক হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে, এবং সর্বোচ্চ উচ্চতা ছিল সাত হাজার ফুট।


নাকাতানি আরও বলেন, উত্তর কোরিয়ার পূর্ববর্তী ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে এটি সবচেয়ে বেশি সময় ধরে চলমান ছিল, যা এটিকে অন্যগুলোর থেকে আলাদা করেছে।


যুক্তরাষ্ট্র এই পরীক্ষার নিন্দা জানিয়েছে।

২০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন