Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

রাজনীতি

গণতন্ত্রের বাইরে অন্তর্বর্তী সরকারের অন্য উদ্দেশ্য থাকলে সংকটে পড়বে: আমীর খসরু

ডেস্ক রিপোর্ট:
২৪ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো




গণতন্ত্রের বাইরে অন্তর্বর্তী সরকারের ভিন্ন উদ্দেশ্য থাকলে তা ভালো হবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সরকারের এমন কোনো আচরণ করা উচিত নয়, যা সমর্থন নিয়ে সংকট সৃষ্টি করতে পারে। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।


আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, "অনির্বাচিত

সরকার যত বেশি ক্ষমতায় থাকবে, তত বেশি গণবিচ্ছিন্ন সিদ্ধান্ত আসবে। কারণ তাদের জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতার অভাব থাকে।" তিনি সরকারকে সতর্ক থাকতে আহ্বান জানিয়ে বলেন, "প্রতিটি সিদ্ধান্ত, পদক্ষেপ ও বক্তব্যের আগে সরকারের সদস্যদের অবশ্যই সচেতন থাকতে হবে।"


এদিকে, বিএনপির এই নেতা বলেন, "বিএনপি কখনোই জিয়াউর রহমানকে মহামানব বানায়নি। যারা জিয়াবাদ আবিষ্কার করতে চায়, তাদের উদ্দেশ্য পরিষ্কার নয়। রাজনীতিবিদরা যখন ইতিহাসবিদ হতে চান, তখন সমস্যা তৈরি হয়।"


অন্যদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান বলেছেন, "নির্বাচিত সরকার ছাড়া অন্য কোনো সরকার জনগণের অধিকার নিশ্চিত করতে পারবে না। জাতীয় ঐক্য রক্ষায় নির্বাচনের বিকল্প নেই।"

২৪ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন