Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, মে ৩, ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

রাজনীতি

‘গণতন্ত্রে যাওয়ার ওপরে বাংলাদেশের অস্তিত্ব নির্ভর করছে’

ডেস্ক রিপোর্ট:
১ দিন আগে শনিবার, মে ৩, ২০২৫
# ফাইল ফটো




বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন গণতন্ত্রে যাওয়ার ওপরে বাংলাদেশের অস্তিত্ব নির্ভর করছে। 


বৃহস্পতিবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত শ্রমিক সমাবেশে বক্তব্যকালে এমন মন্তব্য করেন তিনি।


বিএনপি মহাসচিব জানান, আমরা রাজনৈতিক অস্বাভাবিক পরিস্থিতির পরিবেশে বসবাস করছি। ফ্যাসিস্ট বিদায় নিলেও গণতন্ত্র এখনো ফিরে আসেনি। গণতন্ত্রে যাওয়ার

ওপরে বাংলাদেশের অস্তিত্ব নির্ভর করছে।


অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি জানায়, অবিলম্বে রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ের সংস্কারে একমত হয়েছে, সেগুলো বাস্তবায়ন করে দ্রুত নির্বাচন দিন। আর যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়নি সেগুলো লিখিতভাবে নির্বাচিত পার্লামেন্টে উপস্থাপন করুন। দয়া করে রাজনৈতিক দলগুলোকে অবহেলা করে, জনগণকে অবহেলা করে এমন কোনো চুক্তি করবেন না, যে চুক্তি বাংলাদেশের স্বার্থের বাইরে যাবে।


শ্রমিকদের অধিকারের কথা উল্লেখ করে মির্জা ফখরুল জানান, যুগের পরিবর্তন হয়েছে কিন্তু শ্রমিকের প্রয়োজন কমেনি। বারবার সরকার এসেছে কিন্তু শ্রমিকদের ন্যায্য পাওনা কেউই দিতে পারেনি। দেশে সবচেয়ে বঞ্চিত খেটে খাওয়া মানুষ।

১ দিন আগে শনিবার, মে ৩, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন