গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী ফিলিস্তিনি ২৪ জন নারী সাংবাদিককে হত্যা করেছে। গাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত তাদের হত্যা করা হয়েছে। গাজা উপত্যকার সরকারি মিডিয়া অফিসের প্রধান শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক বিবৃতিতে সালামা মারুফ বলেন, এই হত্যাকাণ্ডের মাধ্যমে ইসরায়েল আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে। তিনি আরও বলেন, মুক্ত
বিশ্বের সামনে এসব ঘটনা ঘটেছে, অথচ ইসরায়েল নারীর অধিকার এবং সাংবাদিকদের সুরক্ষার দাবি করে।তিনি বলেন, "নারী হিসেবে তাদের মর্যাদা ইসরায়েলি সেনাবাহিনী থেকে তাদের রক্ষা করতে পারেনি, এমনকি তাদের সাংবাদিকতা পেশার অনাক্রম্যতাও তাদের হত্যাকারীদের থেকে বাঁচাতে পারেনি।" মারুফ আরও অভিযোগ করেন যে, এসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় "উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে ব্যর্থ" হয়েছে। তিনি বলেন, অনেক দেশ শুধুমাত্র নিন্দা জানিয়েই দায়িত্ব এড়িয়েছে, কিন্তু এই ধরনের জঘন্য অপরাধের বিরুদ্ধে শুধু নিন্দা যথেষ্ট নয়।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় ব্যাপক আগ্রাসন চালাচ্ছে। এতে হাজার হাজার নিরীহ মানুষের প্রাণহানি হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া, ইসরায়েল তার সামরিক অভিযানের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলারও মুখোমুখি হয়েছে।
সূত্র : মেহের নিউজ
১১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫