বাংলাদেশে সরকারবিরোধী কর্মসূচির সময় সহিংসতার সঙ্গে পশ্চিমা কূটনৈতিক মিশনগুলোর সম্পর্ক আছে বলে অভিযোগ করেছে রাশিয়া। গত শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে মুখপাত্র মারিয়া জাখারোভা এ অভিযোগ করেন।
বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার আশংকার বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি জাখারোভার মন্তব্য শীর্ষক ওই বিবৃতিতে বলা
বিশেষ করে, মার্কিন রাষ্ট্রদূত পি. হাসের সংশ্লিষ্টতা যা আমরা ইতিমধ্যে ২২ নভেম্বর ব্রিফিংয়ে আলোচনা করেছি।’
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘বাংলাদেশে পশ্চিমা দেশগুলোর ভূমিকা নিয়ে ভয়ের গুরুতর কারণ আছে। আগামী সপ্তাহগুলোতে বাংলাদেশ বড় শিল্পসহ সরকারের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা ও আরো বড় পরিসরে চাপের আশঙ্কা করছে রাশিয়া।’
মারিয়া জাখারোভা বলেন, ‘আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে সংসদ নির্বাচনে নাগরিকদের গণতান্ত্রিক ইচ্ছাকে বাধা দেওয়ার প্রমাণ ছাড়াই বেশ কয়েকজন কর্মকর্তাকে অভিযুক্ত করা হবে।
জনগণের ইচ্ছার ফলাফল যুক্তরাষ্ট্রের কাছে সন্তোষজনক না হলে ‘আরব বসন্তের’ আদলে বাংলাদেশের পরিস্থিতি আরো অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে।’
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘দূর্ভাগ্যবশত, ওয়াশিংটনের হুঁশ ফিরবে না এবং একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে আরেকটি স্থূল হস্তক্ষেপ থেকে বিরত থাকার সম্ভাবনা কম। তবে বাইরের শক্তির ষড়যন্ত্র সত্ত্বেও, বাংলাদেশের ক্ষমতার বিষয়ে শেষ পর্যন্ত এদেশের জনগণই সিদ্ধান্ত নেবে, অন্য কেউ নয়—এ বিষয়ে আমরা নিশ্চিত।’
৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫