আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন ধরেই নেই দুই ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর ও এস শ্রীশান্থ। গতকাল বুধবার অবসর নেওয়া ক্রিকেটারদের টুর্নামেন্ট লিজেন্ডস লিগে খেলতে নেমেছিলেন ভারতকে ২০০৭ সালের টি-টোয়েন্টি ও ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জেতানো এই দুই ক্রিকেটার। তবে মাঠে তুমুল ঝামেলা বাঁধিয়েছেন তারা।
ভারতের সুরাটে অনুষ্ঠিত এই ম্যাচের শুরু থেকেই ঝামেলা শুরু হয় গম্ভীর ও শ্রীশান্থের।
ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শ্রীশান্থ দাবি করেন, গম্ভীর সবসময়ই তার সতীর্থদের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হন এবং ভারতের সাবেক ওপেনার (গম্ভীর) মাঠে তার সঙ্গে কী করেছেন সেটি জানাবেন।
আজ বৃহস্পতিবার ইনস্টাগ্রামে আরেকটি ভিডিও দিয়ে শ্রীশান্থ দাবি করেন, গম্ভীর তাকে ‘ফিক্সার’ বলেছেন। তিনি বলেন, ‘আমি তার সঙ্গে একটি খারাপ শব্দ কিংবা অপমানজনক শব্দ ব্যবহার করিনি। আমি শুধু বলেছি, ‘‘কী বলছো তুমি? কী বলছো? এমনকি আমি মজা করে হাসছিলামও কারণ সেটি আমাকে ক্রমাগত বলে যাচ্ছিল, ‘‘ফিক্সার, ফিক্সার, তুমি একজন ফিক্সার (আরো একটি গালি)।’’ এমন শব্দই ব্যবহার করেছে সে। ...যখন তারা (অন্য খেলোয়াড়রা) তাকে নিয়ন্ত্রণের চেষ্টা করছিল, তখনও সে আমাকে ফিক্সার বলে যাচ্ছিল।’
প্রসঙ্গত, ২০১৩ আইপিএল মৌসুমে স্পট-ফিক্সিংয়ের দায়ে গ্রেপ্তার হয়েছিলেন শ্রীশান্থ। দীর্ঘ সময় নিষেধাজ্ঞা কাটিয়ে ২০২১ সালে ঘরোয়া ক্রিকেটে ফেরেন এই পেসার।
ম্যাচের পর শ্রীশান্থ আরও বলেছিলেন, ‘সে (গম্ভীর) এমন একজন যে সবসময় তার সতীর্থদের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয়, কোনো কারণ ছাড়াই। এমনকি বীরু ভাইসহ (বীরেন্দর শেবাগ) নিজ দলের সিনিয়র সতীর্থদের সম্মান করে না সে।’
১৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫