Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বিশ্ব

একদিনে ৮০০ রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের সামরিক বাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক:
১৫ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো

একদিনে অন্তত ৮০০ রুশ সেনাকে হত্যার দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। নিহতদের বেশিরভাগই প্রাণ হারিয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের লড়াইয়ে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ইউক্রেনের সশস্ত্র বাহিনী এই দাবি সামনে আনে।

অন্যদিকে পশ্চিমা মিত্ররা কিয়েভকে সাঁজোয়া যুদ্ধ যান সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে

বলা হয়েছে, চলমান যুদ্ধ নিয়ে বৃহস্পতিবার সকালে নিয়মিত ব্রিফিং করে ইউক্রেনের সামরিক বাহিনী। এতে তারা বলেছে, রুশ বাহিনী বাখমুত সেক্টরে আক্রমণের ওপর জোর দিয়েছে এবং আভদিভকা ও কুপিয়ানস্ক সেক্টরে রাশিয়ার আক্রমণ ব্যর্থ হয়েছে।

এতে বলা হয়েছে, ইউক্রেনের হামলায় গত দিনে ৮০০ জনেরও বেশি রুশ সৈন্য, একটি বিমান, একটি হেলিকপ্টার এবং তিনটি ট্যাংক ধ্বংস হয়েছে।

এছাড়া রাশিয়ান বিমান, ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলার ফলে ব্যাপকভাবে ধ্বংসপ্রাপ্ত ইউক্রেনীয়-নিয়ন্ত্রিত বাখমুত শহর এবং দোনেতস্ক অঞ্চলের কোস্তিয়ানতিনিভকা ও কুরাখোভ শহরে অনির্দিষ্ট সংখ্যক বেসামরিক হতাহতের কথাও জানিয়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী।

অবশ্য ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালানোর দাবি করা রাশিয়া বেসামরিক নাগরিকদের হামলার লক্ষ্যবস্তু করার বিষয়টি বরাবরই অস্বীকার করে এসেছে। এছাড়া ইউক্রেনের সামরিক বাহিনীর এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

১৫ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন