Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

ঈদে রেমিট্যান্স এসেছে প্রায় সাড়ে ১৩ হাজার কো‌টি টাকা

ডেস্ক রিপোর্টঃ
১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

পবিত্র ঈদুল ফিতরে বৈধ বা ব্যাংকিং চ্যানেলে ৯৫ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ১৩ হাজার কোটি টাকা। সোমবার (২৪ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য পাওয়া গেছে।

এতে দেখা যায়, চলতি মাসের প্রথম ২১ দিনে মোট ১২৭ কোটি ১৭ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে ১৭

কোটি ৩৭ লাখ ডলার, বিশেষায়িত এক ব্যাংকে ৩ কোটি ৬৩ লাখ ৪০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোতে ১০৫ কোটি ৭৩ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোতে ৪২ লাখ ৯০ হাজার ডলার প্রবাসী আয় এসেছে।

এর আগে চলমান এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে রেমিট্যান্স আসে ৪৭ কোটি ৬৮ লাখ ডলার। পরের সপ্তাহে পৌঁছে ৪৮ কোটি ১৮ লাখ ডলার। আর তৃতীয় সপ্তাহে এসেছে ৩১ কোটি ৩০ লাখ ডলার।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, রমজানের শুরু ও মাঝামাঝিতে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। তবে শেষ দিকে কম এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, গত মার্চে বৈধ পথে ২০১ কোটি ৭৭ লাখ ডলার রেমিট্যান্স আসে।আগের মাসের চেয়ে যা ৪৫ কোটি ৭২ লাখ ডলার বেশি। গত ফেব্রুয়ারিতে তা এসেছিল ১৫৬ কোটি ১২ লাখ ডলার।

২০২২-২৩ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত (প্রথম ৯ মাস) মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৬৩০ কোটি ডলার। আগের অর্থবছরে একই সময়ের চেয়ে তা ৭৪ কোটি ডলার বেশি।ওই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৫২৯ কোটি ডলার।

২০২১-২০২২ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ ডলার। এর আগে ২০২০-২১ অর্থবছরে তা আহরণের পরিমাণ ছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার।

সাম্প্রতিক সময়ে বৈধ পথে অর্থ পাঠাতে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্নভাবে উৎসাহ দিয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এতে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন