জুলাই মাসে রাজধানীর রামপুরায় ছাত্র-জনতার আন্দোলনের সময় একটি ভবনের ছাদের কার্নিশে ঝুলে থাকা এক শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় আলোচিত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) চঞ্চল চন্দ্র সরকারকে খাগড়াছড়ির দীঘিনালা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার রাতে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া এই তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, রোববার রাতে দীঘিনালা থানা
এলাকায় এসআই চঞ্চল চন্দ্র সরকারকে গ্রেপ্তার করা হয়। এই অভিযানে ঢাকা থেকে আসা পুলিশের একটি বিশেষ ইউনিট যুক্ত ছিল।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী অ্যাটর্নি জেনারেল তানভীর হাসান জোহার নেতৃত্বে পরিচালিত অভিযানে চঞ্চল সরকারকে গ্রেপ্তার করা হয়। তবে, ঘটনার সময় উপস্থিত থাকলেও গুলি করার বিষয়টি তিনি স্বীকার করেননি বলে জানান ওসি।
গ্রেপ্তারের পর চঞ্চলকে পুলিশি পাহারায় ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
জানা গেছে, এসআই চঞ্চল (বিপি নং-৮৬০৫০৯৮৬৯৯) গত ৭ নভেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে বদলি হয়ে দীঘিনালা থানায় যোগ দেন।
২২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫