Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

রাষ্ট্রের প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনগণকে দাঁড় করানো যাবে না: উপদেষ্টা মাহফুজ

ডেস্ক রিপোর্ট:
২৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো





তথ্য উপদেষ্টা মাহফুজ আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জনগণকে কোনোভাবেই দাঁড় করানো যাবে না বলে আহ্বান জানিয়েছেন। শুক্রবার (২১ মার্চ) রাত ২টার দিকে ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি এ বক্তব্য দেন।


তিনি তার পোস্টে লিখেছেন, গত কয়েক মাস ধরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানোর জন্য আমরা কাজ করেছি। প্রতিটি প্রতিষ্ঠানে আস্থা ও সক্রিয়তা ফিরিয়ে

আনা একটি অত্যন্ত জটিল প্রক্রিয়া ছিল। শক্তিশালী, জবাবদিহিমূলক এবং কার্যকর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া আমরা সামনে এগোতে পারব না। অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্যের মূল ভিত্তি হলো পুনর্গঠিত বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান।


তিনি আরও লিখেছেন, সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে যারা অপরাধী, তাদের শাস্তি, পদচ্যুতি এবং বিচারের আওতায় এনেছে। তদন্ত শেষে অন্যদেরও বিচারের আওতায় আনা হবে। এছাড়া, প্রতিটি প্রতিষ্ঠানকে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। তবে, কোনো অবস্থাতেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জনগণকে দাঁড় করানো যাবে না।


তিনি উল্লেখ করেন, দেড় দশকের ফ্যাসিবাদ অনেক ক্ষতিকর প্রভাব রেখে গেছে। সেগুলো সংস্কার ও পরিবর্তনের প্রক্রিয়া অবশ্যই গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক হতে হবে। ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে, সহিংসতা নয়। একটি স্থিতিশীল রাষ্ট্রে আমরা সংস্কার ও বিচারের কাজ আরও দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে পারব।

২৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন