Daily Bangladesh Mirror

ঢাকা, শুক্রবার, মে ২, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বিনোদন

এবার দীঘির নায়ক ইমন

ডেস্ক রিপোর্ট:
১২ দিন আগে শুক্রবার, মে ২, ২০২৫
# ফাইল ফটো




সরকারি অনুদানে নির্মিত হচ্ছে ‘দেনাপাওনা’ সিনেমা। রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় ছোটগল্প অবলম্বনে এই চলচ্চিত্রটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। আগেই জানা গিয়েছিল, প্রার্থনা ফারদিন দীঘি নিরুপমা চরিত্রে অভিনয় করবেন। এবার নায়কের নাম জানা গেল— তিনি ইমন। এই প্রথম একসঙ্গে জুটি বাঁধছেন দীঘি ও ইমন।


ইমন এই প্রজেক্ট নিয়ে বলেন, ‘রবীন্দ্রনাথের এই গল্পটি সবারই জানা, তাই

দায়িত্বটা বেশি। দর্শকরা চরিত্রগুলোর প্রতিটি দিক সম্পর্কে ওয়াকিবহাল। সেগুলো সঠিকভাবে ফুটিয়ে তোলা সহজ কাজ নয়। তবে পরিচালকের নির্দেশনায় পুরো টিমই আন্তরিকতার সঙ্গে কাজ করবে।’


ছবিতে ইমন একজন ম্যাজিস্ট্রেটের চরিত্রে অভিনয় করবেন, যিনি কলকাতায় কর্মরত এবং এক জমিদার পরিবারের সন্তান। অন্যদিকে দীঘি গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে নিরুপমার ভূমিকায় থাকছেন। পণ দিতে না পারায় নিরুপমার বাবার আত্মহত্যা এবং এর পরবর্তী মর্মান্তিক ঘটনাই এগিয়ে নিয়ে যাবে গল্প।


চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন মিরন মহিউদ্দিন। মাহমুদুল ইসলাম মিঠু, অনন্ত হিরা, ইরা শিকদার, তানিন সুবাহ, সুমনা সোমা, রিপা, অভি ও সাব্বিরের মতো শিল্পীরাও জড়িত এই প্রজেক্টে। শুটিং আগামী মাসেই শুরু হতে পারে বলে জানা গেছে।

১২ দিন আগে শুক্রবার, মে ২, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন