কক্সবাজারের চকরিয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার অবিস্ফোরিত একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০নভেম্বর) উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রংমহল এলাকার মো. আজিম উদ্দিনের বাড়ির সেফটিক ট্যাংক খননের সময় এই মর্টার শেলটি পাওয়া যায়। পরে শুক্রবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে চকরিয়া থানা ও সেনাবাহিনীর একটি দল এই মর্টার শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নষ্ট করেছে।
ডুলাহাজারা
চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে মাটির নিচে মর্টার শেলের মতো একটি লোহার বস্তু পাওয়ার খবর পেয়ে এএসপি স্যারসহ ঘটনাস্থলে যায়। এটি দেখে নিশ্চিত হয় ওই লোহার বস্তুটি অবিস্ফোরিত মর্টার শেল। পরে ওই অবিস্ফোরিত মর্টার শেলটি উদ্ধার করে নিরাপদ জায়গায় স্থানান্তর করি। পরে সেনাবাহিনীর রামু ক্যান্টেনমেন্টকে বিষয়টি জানানো হলে শুক্রবার সকালে সেনাবাহিনী রামু ক্যান্টেনমেন্টের একটি টিম এসে ওই অবিস্ফোরিত মর্টার শেলটির বিস্ফোরণ ঘটান।
ওসি ধারণা করেন, মাটির নিচ থেকে উদ্ধার হওয়া অবিস্ফোরিত মর্টার শেলটি দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময়কার হতে পারে। মাটির নিচে চাপা পড়ে থাকায় এটি বিস্ফোরিত হতে পারেনি।
১০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫